ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হুথির

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হুথির

আন্তর্জাতিক স্লাইড

নভেম্বর ৩, ২০২৩ ৯:২৪ পূর্বাহ্ণ

গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইসলামপন্থি রাজনৈতিক সশস্ত্র সংগঠন হুথি।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলতে থাকবে।’

ইসরাইলি কর্তৃপক্ষ এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বলেছে, তারা প্রতিরক্ষামূলক শক্তিবৃদ্ধি হিসাবে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র বোট মোতায়েন করেছে। এপি।

দলটি মঙ্গলবার ইসরাইলের সাইটে প্রচুরসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছিল। বুধবার গণমাধ্যম এক্সে এ হামলার দৃশ্য সম্প্রচার করে। দৃশ্যগুলোতে প্রায় ৩০টি ড্রোন ছাড়াও প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে দেখা যায়।

ইয়াহিয়া সারি এই দৃশ্যগুলোর ওপর মন্তব্য করে বলেছেন, তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ অভিযানে এটি করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে অভিযান চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *