ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আজ

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আজ

আন্তর্জাতিক

জানুয়ারি ১১, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলার শুনানি শুরু হবে। ডিসেম্বরে তেল আবিবের বিরুদ্ধে মামলাটি করে সাউথ আফ্রিকা।

সাউথ আফ্রিকার পক্ষ থেকে জমা দেওয়া ৮৪ পাতার অভিযোগে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যার যে কনভেশন, তা লঙ্ঘন করেছে। ইসরাইল ও দক্ষিণ আফ্রিকা দুটি দেশই জাতিসংঘের গণহত্যার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এতে জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজেতে বিরোধের নিষ্পত্তি পাওয়ার এখতিয়ার রয়েছে তাদের।

এদিকে বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বৈঠকে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান তিনি।

ইসরাইলি হামলায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *