ইলিশ শিকারে ফিরেছেন জেলেরা

ইলিশ শিকারে ফিরেছেন জেলেরা

জাতীয় স্লাইড

অক্টোবর ২৯, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। রাত থেকেই ইলিশ ধরতে নদী-সাগরে নেমেছেন জেলেরা।

ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহনসহ সব কাজে নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদফতর। এই সময়ে ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়ে সহায়তা করা হয়।

নিষেধাজ্ঞায় কঠোরভাবে অভিযান বাস্তবায়ন করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পাড়ায় উৎপাদন অনেক বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।

কর্মকর্তারা জানান, এবারের অভিযান সফল করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে বাড়তি বৃষ্টি ও নদীতে ব্যাপক স্রোতসহ নদীর পানির লবণাক্ততা কমে যাওয়ায় মা ইলিশ নদীর মিষ্টি পানিতে এসে ডিম ছেড়েছে। এবার ইলিশের উৎপাদন বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *