‘ইলিশের স্বত্ব বাংলাদেশের’

‘ইলিশের স্বত্ব বাংলাদেশের’

জাতীয় স্লাইড

ডিসেম্বর ১৮, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ইলিশের স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। জিআই পণ্য হিসেবে ইলিশের স্বীকৃতি আমাদের জন্য সত্যিই গৌরবের।

শনিবার রাজধানীর দিলকুশার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডের জলসাঘর হলে পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২২’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাছের রাজা ইলিশ বাঙালির এক আবেগের নাম। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ বাঙালির রসনা তৃপ্তির মূল রসদ। জামদানিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পর ২০১৬ সালে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশের ইলিশকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

পদক্ষেপ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি অসীম সাহা, জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জি. কে. বাবুল, ভারতের কলকাতার কবি কাজল চক্রবর্তী, আগরতলার কবি সংগীতা দেওয়ানজী ও নন্দিতা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *