ইবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা, ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

ইবি অধ্যাপকের বিরুদ্ধে মামলা, ঝিনুক টাওয়ারের প্রতিবাদ

শিক্ষা

জুলাই ১৫, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার নামে উদ্দেশ্য প্রণোদিত মামলা করার অভিযোগ উঠেছে। এ মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঝিনুক টাওয়ার পরিবার। ঝিনুক টাওয়ারের সভাপতি এম. এ কাইয়ুম স্বাক্ষরীত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঝিনুক টাওয়ারে বসবাসরত ফ্লাট মালিক যথাক্রমে প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর
ড. দেবাশীষ শর্মা, জনাব মোঃ লিয়াকত হোসেন, জনাব মোঃ আব্দুস সায়াদ, জনাব মোঃ মোকাররম হোসেনসহ মোট ছয়জনের নামে দায়েরকৃত যে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছে ঝিনুক টাওয়ার পরিবার তার তীব্র নিন্দা, ক্ষোভ ও জোর প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি ঝিনুক টাওয়ার পরিবারের সম্মানীত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের নামে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জোরালো দাবী জানাচ্ছে।

এ বিষয়ে প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, উদ্দেশ্য প্রনোদিত ভাবে এগুলো করা হয়েছে। সত্য প্রকাশিত হবেই। আশা করি আমরা নির্দোষ প্রমাণিত হবো।

এ বিষয়ে প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতিবাদেই বোঝা যাচ্ছে আমরা নির্দোষ।

প্রসঙ্গত, গত ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহ আদালতে এ মামলা দায়ের করেন শহরের অভিজাত ঝিনুক টাওয়ার আবাসিকের সাবেক ভাড়াটিয়া সাদিয়া মল্লিক (২৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *