ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো আকর্ষণীয় করার উপায়

ইনস্টাগ্রামে প্রোফাইল ফটো আকর্ষণীয় করার উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ

মেটার মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যা তাদের প্রোফাইল ফটোকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।

নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবি এবং ডিজিটাল অবতার প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন একই সঙ্গে। এছাড়াও ব্যবহারকারীদের প্রোফাইল ভিজিটররা দুটি ছবির যে কোনো একটিতে ফ্লিপ করতে সক্ষম হবেন।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে টুইটারে এই ফিচারের ঘোষণা করা হয়। সেখানে জানানো হয়েছে যে, এখন ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা তাদের অবয়বের অন্যদিকে ফটো যোগ করতে পারবেন। ফলে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ইনস্টাগ্রাম।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে প্রোফাইল ফটো তে যান। সেখানে অ্যাভাটার অপশন পাবেন। সিলেক্ট করে নিজের অবয়ব তৈরি করুন। এরপর প্রোফাইল ফটোতে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *