ইনডিরেক্টলি মানিলন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ:পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

দেশজুড়ে

মার্চ ২৯, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

কূটনৈতিক প্রতিনিধি

মানিলন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা বিদেশি সরকারগুলোর অসহযোগিতা। তারা কোনো তথ্য দিতে চায়না। ইনডিরেক্টলি মানি লন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানিলন্ডারিং এর মাধ্যমে দেশের অর্থ পাচার হয়ে অন্য দেশে বিনিয়োগ করা হয়ে থাকে । ফলে সেখানকার সরকারগুলোও মানিলন্ডারিংকে উৎসাহ দিয়ে থাকে। মানিলন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা সেখানকার সরকারগুলোর অসহযোগিতা ও এ ধরণের বেআইনি অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য গোপন করা ।
তিনি আরও বলেন, বেসরকারি কোন তথ্যের ভিত্তিতে মানিলন্ডারিং এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়না। দূতাবাসের সহযোগিতা ছাড়া সেখানকার সরকার হতে তথ্য নিয়ে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর নয়। পররাষ্ট্র মন্ত্রনালয় এ ব্যাপারে দুদককে সহযোগিতা করতে পারে। এটা পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রত্যক্ষ কোন কাজ নয়।
সম্প্রতি র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হবে না। যুক্তরাষ্ট্রের সাথে বিগত সরকারগুলোর চেয়ে অনেক ভাল সম্পর্ক রয়েছে, সম্পর্ক উন্নয়নে আরও কাজ করছে সরকার। সরকারের সাফল্য ও উন্নয়নে অবগত রয়েছে বন্ধুপ্রতীম দেশগুলো।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে সবার আগে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও শেখ হাসিনার নেতৃত্ব। দেশে শান্তি ও আ লিক স্থিতিশীলতা থাকলে ভবিষ্যৎ প্রজম্ম এই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *