ডুমুরিয়ায় ইসলামিক রিলিফের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে

জানুয়ারি ১৬, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ

মোক্তার হোসেন

খুলনার ডুমুরিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে একদিনের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৬ই জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০ উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক রিলিফ ডুমুরিয়া শাখার প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলামের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। প্রধান অতিথি উপজেলা সম্প্রসারণ ভবনের নিচে নারীদের জন্য একটি ওয়াস ব্লকের উদ্বোধন শেষে ইসলামিক রিলিফের উন্নয়ন মূলক কাজের দিক নির্দেশনামূলক বক্তৃতা দেন।

ইসলামিক রিলিফ ডুমুরিয়ায় ৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে চলেছে। নারীদেরকে আর্থিক সহায়তা প্রদান,বিশুদ্ধ খাবার পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপন,স্বাস্থ্যসম্মত টয়লেটসহ নানা বিধ উন্নয়নের কাজ চলমান রয়েছে। এছাড়াও নতুন করে আরও ৪ টি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু হবে বলে প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিনা রানী মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস,উপজেলা প্রাণীসম্পদ অফিসার আশরাফুল আলম,রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান,খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রাক অফিস ডুমুরিয়া শাখার ম্যানেজার শিব দাস,দি হাংঙ্গার প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী অফিসার মাসুদ পারভেজ। ইসলামিক রিলিফ উপজেলা এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার নৌশীন আরা ফেরদৌসী,মো: ইব্রাহিম খলিল,পলাশ কুমার সাহা,কমিউনিটি অর্গানাইজার ডলি আক্তার, আশরাফুন্নাহার, ইয়াশা,দুলাল কুমার দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *