ইতিহাসের ভয়াবহ বন্যায় দুর্গত তিন কোটি ৩০ লাখ পাকিস্তানি

আন্তর্জাতিক স্লাইড

আগস্ট ৩১, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় তিন কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের বিস্তারিত জানানোর সময় তিনি এ তথ্য বলেন।

শাহবাজ শরীফ বলেন, বন্যার কারণে আমাদের অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি সারা পাকিস্তানে ঘটছে।

পাকিস্তানের কর্মকর্তারা জানান, জুলাই থেকে ধারাবাহিক বর্ষা মৌসুমে অনবরত ভারী বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের তিন ভাগের বেশি এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত বন্যায় এক হাজার ১০০ জনের বেশি পাকিস্তানি মারা গেছেন।

শাহবাজ শরীফ বলেন, আমাদের অবকাঠামো পুনর্নির্মাণ করতে ও বন্যায় আক্রান্তদের সহায়তা করতে আমাদের ১০ বিলিয়ন ডলার খরচ হবে। তাই আমরা আন্তর্জাতিক সহায়তা চাই।

তিনি আরো বলেন, আমি সবাইকে এটি নিশ্চয়তা দিতে চাই যে, দানের প্রতি পেনি স্বচ্ছভাবে ব্যয় করা হবে। এছাড়া ডোনেশনের প্রতিটি পেনি অভাবীদের কাছে পৌঁছাবে।

সূত্র- জিও টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *