ইজতেমার আখেরি মোনাজাত আজ

ইজতেমার আখেরি মোনাজাত আজ

জাতীয় স্লাইড

জানুয়ারি ১৫, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতি বছরই আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুর, নরসিংদী, ঢাকাসহ আশপাশের এলাকার মুসল্লিদের ভিড়ে সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

এবারো শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত গাজীপুর ও ঢাকার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম আজ ইজতেমার ময়দানে পুলিশের কন্ট্রোল রুমে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রাত ১২টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, টঙ্গীর কামারপাড়া রোড, ঢাকার আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল পর্যন্ত গাড়ি চলবে না। তাই যাত্রী ও পণ্যবাহি যানবাহনকে বিকল্প বা বাইপাস সড়ক ব্যবহারের অনুরোধ জানান তিনি।

তবে বিদেশগামী যাত্রীদের প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে চলাচল করতে পারবেন। যারা ফ্লাইট ধরতে বিমানবন্দরের উদ্দেশে বের হবেন, তারা হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে উত্তরা ট্রাফিক বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *