ইউরোর ফাইনালে জার্মানি

খেলা

জুলাই ২৮, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ

ছেলেদের ফুটবলে দাপিয়ে বেড়ালেও মেয়েদের ফুটবলে বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি ফ্রান্স। এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি দলটি। এবার উয়েফা ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে বড় অর্জনের সুযোগ আসলেও সেটি থেকে বঞ্চিত হলো ফ্রান্স। দেশটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।

বুধবার রাতে বাকিংহ্যামশায়ারে ফ্রান্সের মেয়েদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে জার্মানি। দলটির হয়ে দু’টি গোলই আসে আলেকসান্দ্রা পপের পা থেকে।

ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখা জার্মানি এগিয়ে যায় ৪০তম মিনিটে। ৪৪তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্স। জার্মানির গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে গোলপোস্ট থেকে ফিরে আসা বল জালে জড়ায়।

বিরতির পর দারুণ এক গোলে ফ্রান্সের স্বপ্ন ভেঙে দেন পোপ। বক্সে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন এ স্ট্রাইকার। পরবর্তীতে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে নেয় রেকর্ড আট বারের চ্যাম্পিয়নরা।

আগামী রোববার (৩১ জুলাই) ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানির মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *