ইউক্রেনের বিরুদ্ধে ‘টার্গেট কিলিংয়ের’ অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৭, ২০২২ ৭:২৯ পূর্বাহ্ণ

ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন এবং লুহানস্ক শহরে মস্কোপন্থী স্থানীয় কর্মকর্তাদের ইউক্রেনীয় বাহিনী টার্গেট করে হত্যা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের দক্ষিণে রুশ-অধিকৃত অঞ্চল লুহানস্ক, খেরসন এবং বার্দিয়ানস্কে  গত কয়েক ঘণ্টায় কমপক্ষে পাঁচজন রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা নিহত হয়েছেন বলে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এসব মৃত্যুর জন্য কিয়েভকে দায়ী করেছে।

অবশ্য ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি।

তাদের মধ্যে ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্কে নিজ কার্যালয়ে বোমা হামলায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রসিকিউটর জেনারেল সের্গেই গোরেঙ্কো নিহত হয়েছেন।
রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে।

ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন অঞ্চলের প্রশাসনিক ভবনগুলোতে শুক্রবার ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। রাশিয়ার নিয়োগকৃত এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খেরসনের সামরিক-বেসামরিক প্রশাসনের ডেপুটি চেয়ারম্যান কিরিল স্ট্রেমাসভ বলেছেন, মূলত তাকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।

মার্কিন-নির্মিত হিমার্স (হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম) থেকে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র রুশপন্থী প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

যদিও ইউক্রেনের তরফ থেকে এসব হামলা নিয়ে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *