খারকিভে মিলেছে ১০টি নির্যাতন কেন্দ্রের সন্ধান: ইউক্রেন

আন্তর্জাতিক

সেপ্টেম্বর ১৭, ২০২২ ৭:২৬ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধারকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে অন্তত ১০টি নির্যাতন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে বলে শুক্রবার দাবি করেছে ইউক্রেন।  বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পুলিশ প্রধান ইগর ক্লাইমেনকো একটি ব্রিফিংয়ের বলেন, খারকিভ অঞ্চলে ১০টি নির্যাতন কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বালাকলিয়াতে দুটি নির্যাতন কেন্দ্র পাওয়া গেছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে, রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে ৪৪০টিরও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দেশটির আঞ্চলিক পুলিশের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।

খারকিভ অঞ্চলের প্রধান তদন্তকারী কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজকে বলেন, উদ্ধার প্রতিটি মৃতদেহের ফরেসিক পরীক্ষা হবে। এটি এখন পর্যন্ত পাওয়া অন্যতম বড় গণকবর।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই করে দেখা গেছে, কিছু মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আর কিছু মানুষ নিহত হয়েছেন বিমান হামলার কারণে। গেল সপ্তাহে হাজার হাজার রুশ সেনা ইজিয়াম থেকে পালিয়ে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর দোষ চাপিয়েছেন এবং রুশ বাহিনীর দ্বারা ফেব্রুয়ারির শেষের দিকে আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচাতে, যা ঘটেছিল তার সঙ্গে এ আবিষ্কারের তুলনা করেছেন।

তিনি বলেন, আমরা বিশ্বকে জানতে চাই যে আসলেই কী ঘটছে এবং রাশিয়ান দখলদারিত্ব কীসের দিকে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *