আসছে শীত, ঘূর্ণিঘড়ের শঙ্কা

আসছে শীত, ঘূর্ণিঘড়ের শঙ্কা

জাতীয় স্লাইড

নভেম্বর ৫, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীতের আমেজ পাওয়া গেলেও অন্য অঞ্চলে এখনো সেভাবে শীত নামেনি। তবে ১৫ নভেম্বরের পর থেকে সারাদেশে শীতের আমেজ শুরু হবে।

শনিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কাও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই সারাদেশে শীতের আবহাওয়া বিরাজ করবে। তবে উত্তরাঞ্চলে শীত শুরু হয়ে গেছে। উত্তরের তাপমাত্রাও ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকছে।

তিনি আরো বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে না।

এ আবহাওয়াবিদ বলেন, জলবায়ুর অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় দেশে সবচেয়ে বড় বড় ঘূর্ণিঝড়গুলো হয়েছে নভেম্বরে। এজন্য নভেম্বর মাসকে ঘূর্ণিঝড়ের মাস বলা হয়। এই মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *