সামাজিক মাধ্যমে আলোচনায় মাহতাব হোসেনের নাটক ‘মধ্যরাতের মেয়েটি’

বিনোদন

সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৬:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক,

নির্মাতা তারেক রহমান মাহতাব হোসেনের গল্প অবলম্বনে নির্মাণ করেছেন নাটক মধ্যরাতের মেয়েটি। এতে মূখ্য চরিত্রে অচিনয় করেছেন খায়রুল বাশার ও প্রিয়ন্তি উর্বি। নাটকটি নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া নাটকটি প্রসঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অজস্র ইতিবাচক মন্তব্যে ভরে ফেলেছেন নাটকের মন্তব্য বাক্স।

নাটকের গল্পের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন মাহতাব হোসেন। তিনি বলছেন, গল্পটি থ্রিলার কিংবা প্রেমের নয় অথচ দর্শকেরা এই দুটি উপাত্তের উপস্থিতি খুঁজে পাচ্ছেন। হাতিরঝিলের এক মধ্যরাতে বিপদে পড়া কিশোরীকে নিয়ে গল্প, যাকে বাইক দিয়ে সহায়তা করতে আসেন খায়রুল বাশার।

নির্মাতা তারেক রহমান বলছেন, এই নাটকের লোকেশনগুলোর অনুমতি পাওয়া কঠিন ছিল। ঢাকা মেডিকেল কলেজ, হাতিরঝিল এলাকা ছাড়াও অনেকগুলো এলাকার পারমিশন নিতে হয়েছে। এছাড়া পুরো রাতের দৃশ্যের শট নিতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। ফাইনালি দর্শকেরা যেভাবে নিচ্ছেন, আমি সন্তুষ্ট।

নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও নাটকটির বিভিন্ন খণ্ডাংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাহতাব হোসেন এর আগে তনিমার সুইসাইড নোট, লোকটি সৎ ছিল, বীথির বানান ভুল, কাশ্মীরি প্রেমিকা, চশমায় লেগে থাকা ভালোবাসা, প্রিয় কবিতাসহ বেশকিছু দির্শকপ্রিয় নাটক রচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *