‘আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়’

‘আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়’

আন্তর্জাতিক স্লাইড

জুলাই ২৪, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ

নজিরবিহীন প্রতিবাদের মাধ্যমে সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ভারতের এক পুলিশ সদস্য। প্রতিবাদ জানাতে গিয়ে ব্যস্ত সড়ক আটকে দিয়ে তিনি এক সহকর্মীর ‘মারধরের’ শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এনডিটিভি, ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শুক্রবার পাঞ্জাবের জলন্ধরের ভোগপুরে পাঠানকোট হাইওয়ের একটি এলাকায় এ ঘটনা ঘটে। বিভিন্ন সামাজিক মাধ্যমেও ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

ভিডিওতে পুলিশের ওই সদস্যকে বলতে শোনা যায়, আমি চোর ধরি আর আমার থানার লোকজন (অন্য পুলিশ সদস্যরা) টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

জানা গেছে, এক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিলেন ওই পুলিশ সদস্য। পরে থানায় গিয়ে সহকর্মীদের কাছে ওই আসামির কথা জিজ্ঞেস করলে তারা অস্পষ্ট উত্তর দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে রাস্তার দুপাশে দড়ি বেঁধে গাড়ি চলাচল আটকানোর চেষ্টা করেন তিনি।

ইন্ডিয়া টুডে জানায়, এ সময় অন্য একজন পুলিশ সদস্য সেই দড়ি খুলে ফেললে ক্ষুব্ধ পুলিশ সদস্য রাস্তার মাঝেই শুয়ে পড়েন। সহকর্মী পুলিশ সদস্য তাকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাতে রাজি না হলে ক্ষুব্ধ পুলিশ সদস্যকে ‘লাথি মারেন’ সেই সহকর্মী।

টাকা নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ প্রসঙ্গে ভোগপুর থানার ইনচার্জ সুখজিৎ সিং বলেন, ‘ঝগড়ার ঘটনায় এক যুবককে থানায় আনা হয়েছিল। ওই ব্যক্তি জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

তবে প্রতিবাদ করা পুলিশ সদস্যকে মারধর করার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *