‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কোচ তিতে’

‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কোচ তিতে’

খেলা

ডিসেম্বর ১৩, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে এরইমধ্যে বিদায় নেয় নেইমারের ব্রাজিল। এবার হেক্সা মিশন জয়ের লক্ষ্যে কাতার গিয়েছিল ব্রাজিল। কিন্তু সেটা তো হলোই না, উল্টো পুরো দলের কান্নার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের যাত্রার।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই স্ব-ইচ্ছায় কোচের পদ ছেড়ে দেন তিতে। দল ছাড়া সেই তিতের প্রসঙ্গে নেইমার জানান, তার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ ছিলেন নাকি তিতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে নেইমার লিখেন, ‘আমি এখন পর্যন্ত যতজন কোচকে পেয়েছি কিংবা পাব তাদের মধ্যে আপনি সব সময়ই উপরের দিকে থাকবেন। আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি; একই সঙ্গে খারাপ সময়ও পার করেছি, বিশেষ করে শেষেরটি (বিশ্বকাপ থেকে বিদায়) আমাদের অনেক দিন কষ্ট দিবে।’

কোচ হিসেবে একটি বিশ্বকাপ জেতার মতো যোগ্যতা তিতের আছে উল্লেখ করে নেইমার আরও লিখেন, ‘বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটা আপনার প্রাপ্য ছিল। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করতে যা কিছু আমরা করেছি এবং যা কিছু ছেড়েছি তাতে আমরা সবাই এর দাবিদার ছিলাম। কিন্তু ঈশ্বর এমনটা চাননি, ধৈর্য ধরুন।’

তিতেকে ধন্যবাদ জানিয়ে নেইমার আরো লিখেন, ‘আমি আপনাকে একজন কোচ হিসেবে চিনতাম। এটাও জেনে গিয়েছিলাম আপনি কোচ হিসেবে দুর্দান্ত। কিন্তু একজন মানুষ হিসেবে আপনি আরও বেশি দুর্দান্ত। আমি এখানে এসেছি সবার সামনে আপনাকে ধন্যবাদ জানাতে সব কিছুর জন্য, যা আপনি আমাদের শিখিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *