আঙুলে চোট পেয়ে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের

আঙুলে চোট পেয়ে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের

খেলা স্লাইড

মে ১৪, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব আল হাসান।

আঙুলের ওই চোট নিয়েও ফিল্ডিং করেছিলেন তিনি। এমনকি ব্যাট হাতেও বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল তাকে।

তবে এর পর জানা গেল, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

এ কারণে রোববার (১৪ মে) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দেখা যাবে না সাকিবকে। এর আগে শুক্রবার (১২ মে) তার আঙুলে ব্যথা নিয়ে কোনো কিছু আন্দাজ করা যায়নি।

তবে শনিবার জানা গেছে, আঙুলের সেই স্থানে ব্যথার পরিমাণ বেশি। আর এই ব্যথা না কমায় শেষ ম্যাচে দেখা যাবে না সাকিবকে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরার সময় সাকিব ডানহাতের তর্জনীর ডগায় আঘাত পান। শনিবার এক্সরে রিপোর্টে দেখা গেছে যে, তার ওই আঙুলের ডগায় চিড় ধরেছে, যা থেকে সেরে উঠতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। মূলত নাজমুল হোসেন শান্তর ১১৭ রানের পর, শেষ দিকে মুশফিকুর রহিমের অপরাজিত ৩৬ রানে ভর করে জয় তুলে নেয় তামিম ইকবালের দল।

ইংল্যান্ডের চেমসফোর্ডে রোববার সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে মাঠে নামবেন টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *