আগস্টের ২৫ দিনে এলো ১৭২ কো‌টি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স

জাতীয় স্লাইড

আগস্ট ২৯, ২০২২ ৭:০৩ পূর্বাহ্ণ

দেশে ডলার সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে  নানা পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ ব্যাংক। যার ইতিবাচক সাড়াও মিলছে চলতি আগস্টের প্রথম ২৫ দিনে। এই ২৫ দিনে বাংলাদেশে ১৭২ কোটি ৯৩ লাখ (১ দশমিক ৭৩ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ৯৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার অংক ১৬ হাজার ৪২৯ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, আগস্টের প্রথম ২৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার এসেছে। বিদেশি ব্যাংকগুলোতে ৬৪ লাখ ডলার এসেছে। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে দুই কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, যখন খোলাবাজারে ডলারের রেট ব্যাংকের তুলনায় বেশি হয়, তখন বৈধ চ্যানেলের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স বেশি আসে। বর্তমানে ব্যাংক ১ ডলারের বিপরীতে ৯৬ থেকে ৯৮ টাকা দিচ্ছে। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা যোগ হচ্ছে। ফলে সব মিলিয়ে ১০০ টাকার মতো পাওয়া যায়। তবে খোলাবাজারে ১১০ থেকে ১১১ টাকায় ডলার বিক্রি হচ্ছে। এতে বেশি টাকার লোভে ব্যাংকিং চ্যানেলের চেয়েও ভিন্ন পথে টাকা পাঠাচ্ছেন অনেকে। এ কারণেই বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ কম হয় বলে জানান তারা।

এ জন্য তারা ব্যাংকের সঙ্গে খোলাবাজারের ডলারের দামের ব্যবধান কমানোর পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *