অ্যান্টার্কটিকায় বরফের নিচে ১৪ মিলিয়ন বছরের প্রাচীন ভূখণ্ড

অ্যান্টার্কটিকায় বরফের নিচে ১৪ মিলিয়ন বছরের প্রাচীন ভূখণ্ড

ফিচার স্পেশাল

অক্টোবর ২৭, ২০২৩ ৯:১১ পূর্বাহ্ণ

পূর্ব অ্যান্টার্কটিকার বরফের নিচে ১৪ মিলিয়ন বছরেরও বেশি প্রাচীন এক ভূখণ্ড আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট ডেটা ও রিমোট সেন্সিং কৌশল ব্যবহার করে বিজ্ঞানীরা সফলভাবে ৩২ হাজার বর্গ কিলোমিটারের (১২ হাজার ৩০০ বর্গ মাইলের সমতুল্য) বিস্তৃত একটি ভূমি ম্যাপ করেছেন। বেলজিয়ামের সমান আয়তনের একটি ভূখণ্ড। মঙ্গলবার বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত প্রতিবেদনে এ খবর পাওয়া যায়। সিএএন।

জানা যায়, এটি প্রাথমিকভাবে প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে আকার ধারণ করা শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আকারে বিভিন্ন আকৃতি ধারণ করে একটি ভূখণ্ডে রূপ নিয়েছে। গবেষণা অনুসারে, ১৪ মিলিয়ন বছর আগে যখন ভূখণ্ডটির উদ্ভব হয়েছিল তখন পৃথিবীর জলবায়ু আজকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল। জেমিসনের মতে, এই প্রাচীন ভূখণ্ডটির টিকে থাকা দেখে বোঝা যায়, জলবায়ু উষ্ণায়ন সত্ত্বেও মাঝে মাঝে বরফের শিটের গোড়ায় তাপমাত্রা ব্যতিক্রমীভাবে ঠান্ডা ও স্থিতিশীল ছিল। গবেষণা দল জানে না যে কোনো গাছপালা এবং বন্যপ্রাণীরা একসময় এই অঞ্চলে বাস করত। তবে প্রবাহিত জলের উপস্থিতির মাধ্যমে গবেষকরা জানতে পারেন, এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *