অস্ত্র কিনতে এবরি ইউক্রেনকে ১০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স

অস্ত্র কিনতে এবরি ইউক্রেনকে ১০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক

অক্টোবর ৯, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ

রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও অস্ত্র কেনার জন্য ইউক্রেনকে দিতে আরও ১০০ মিলিয়ন ইউরো বা ৯৮ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে ফ্রান্স।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। খবর কিয়েভ টাইমসের।

প্রগে ইইউ নেতাদের বৈঠকে ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতার লড়াইয়ে আগেও পাশে ছিলাম, এখনও আছি।অত্যাধুনিক অস্ত্র কিনতে আমরা নতুন করে এ আর্থিক সহায়তা দিতে যাচ্ছি।

এছাড়াও ফ্রান্স ইউক্রেনকে ট্রাকে স্থাপনযোগ্য অত্যাধুনিক ১৮টি সিজার কামান দিয়েছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভের পাশে আছে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *