অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’

দেশজুড়ে

জানুয়ারি ১৭, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’।

মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২ জন স্টাফ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১ জন স্টাফ ও সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া কাসেমুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানায় ১০ জন এতিম শিশুদের জন্য হাসিমুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে।

এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে।

এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *