অনেক কারণেই আমাদের ত্বকে বৃত্তাকার বা যেকোনো আকারের কালো দাগ পড়তে পারে। এই কালো দাগকে যদি কোনো সাধারণ বিষয় বলে এতদিন অবহেলা করতে থাকেন তবে এখন থেকেই সতর্ক হওয়া উচিত আপনার।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বিশেষজ্ঞরা বলছেন, শরীরের যেকোনো স্থানে যদি প্রায়ই কালো দাগ দেখতে পান আর যদি তা খুব অল্প চোটেই হয়ে থাকে তবে এই বিষয়টি স্বাভাবিক কোনো বিষয় নয়। বরং এটি কোনো জটিল রোগের লক্ষণ।
ত্বকের এই সমস্যার সঙ্গে যেসব জটিল রোগ সম্পর্কিত রয়েছে তা মধ্যে প্রথমেই যে রোগটির কথা বলা যায় তা হলো হিমোফিলিয়া রোগ। এই জাতীয় রোগে রক্ত ঠিকমতো জমাট বাঁধে না কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হয়।
ত্বকে রক্ত জমাট বেঁধে কালো দাগ পড়ার এই সমস্যাটি ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসারে শরীর জুড়ে এমন কালো ছোপ পড়তে দেখা যায়।
লিভার সিরোসিস রোগে আক্রান্ত হলেও শরীরে কালো ছোপ ছোপ দাগের সৃস্টি হয়। লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন অনেকটাই কমিয়ে দেয় এই অসুখ।
শরীরে ভিটামিন সি এবং কে এর অভাব হলেও এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কোনো বিশেষ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমনটা হতে পারে। যদি অ্যাসপিরিন জাতীয় কোনো ওষুধ সেবন করে থাকেন তবে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া অসম্ভব কিছু নয়।
কারণ এ জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে বাঁধা দেয়। তাই ত্বকে এই ধরনের কালো ছোপ ছোপ সমস্যার সম্মুখীন প্রায়ই হলে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে এর সঠিক কারণ খুঁজে বের করুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।