এপ্রিল ২৯, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই ১৫৩ কিলোমিটার গতিতে বল করছেন সানরাইজার্স হায়দরাবাদের কাশ্মীরি পেসার উমরান মালিক। ফলে তার বন্দনায় মুগ্ধ সাবেকদের অনেকে। উমরানও চান নিজেকে ছাড়িয়ে যেতে, ঘণ্টায় করতে চান ১৫৫ কিলোমিটার গতির বল।
গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট শিকার করার পর সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে উমরান বলেন, ‘ঠিক জায়গায় বল ফেলে ভালো উইকেট নেওয়াই আমার প্রথম লক্ষ্য। আর ঘণ্টায় ১৫৫ কিমি বা তার চেয়ে বেশি গতিতে বলও করতে চাই! উপরওয়ালা চাইলে একদিন সেটাও হয়ে যাবে।’
নেট বোলার উমরান ২০২১ সালের আসরে সানরাইজার্সের সঙ্গে চুক্তি করেন। দিন যত যাচ্ছে ততই বারুদে বোলারে পরিণত হচ্ছেন তিনি। ক্রিকেট মহলও তার প্রশংসায় পঞ্চমুখ। উমরানের সম্পর্কে হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বলেন, ‘উমরান ম্যাচের পর ম্যাচ অসাধারণ বোলিং করে মুগ্ধ করে চলেছে। ওকে নিয়ে ঠিক কী কী বলা যায় নিজেই বুঝতে পারছি না।’
উমরানকে দেখে উচ্ছ্বসিত ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারও। তিনি সবচেয়ে খুশি উমরানকে প্রায় সব বল ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে করতে দেখে। এ সম্পর্কে গাভাস্কার বলেন, ‘ছেলেটা কতটা নিখুঁত লক্ষ্য করে যান। অথচ গতির কখনও তারতম্য হচ্ছে না। সাধারণত দেখা যায়, মারাত্মক জোরে বোলাররা একটা সময়ের পরে নিশানা ঠিক রাখতে পারে না। উমরান কিন্তু সারাক্ষণ প্রতিটি বল স্টাম্পে রেখে যাচ্ছে।’
গাভাস্কার যোগ করেন, ‘হয়তো এখনই ও ভারতীয় দলের একাদশে সুযোগ পাবে না। কিন্তু রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটানোর সুযোগ পাওয়াও বিরাট ব্যাপার। দেখা যাক, শেষ পর্যন্ত উমরানের কী হয়। আমি সব সময় বলব, একটা টেস্ট আর কয়েকটা সীমিত ওভারের ম্যাচের জন্য হলেও ওকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হোক।’