লঙ্কানদের বিপক্ষে উইকেট নিয়ে চলছে ভাবনাচিন্তা

খেলা

এপ্রিল ২১, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

ঘরের মাঠে টেস্টে ভালো করতে স্পোর্টিং উইকেটের কোনো বিকল্প নেই। তাই উপমহাদেশের দল বলেই নিজ শক্তি স্পিনে নয়, লঙ্কানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তেমন উইকেটের পরামর্শ বিশ্লেষকদের। যেখানে পেসারদের জন্য থাকবে বাড়তি সুবিধা। উইকেট নিয়ে সমালোচনা এড়াতে, বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের।

মিরপুরের উইকেট নিয়ে প্রায়ই ক্ষুব্ধ হতে দেখা যায় ক্রিকেটারদের। তাদের ক্ষোভটাও যৌক্তিক। উইকেটের রহস্যময়তায় যে রীতিমতো আত্মবিশ্বাসেই ঘাটতি চলে আসে। তাই তো সাকিব ক্ষোভ জানিয়েছিলেন এই উইকেট নিয়ে-

‘কেউ যদি টানা ১০-১৫ টা ম্যাচ খেলে এই রকম পিচে,  একজন ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে।’

চলমান ঢাকা প্রিমিয়ার লিগেই দেখা গেছে উইকেটের বাজে আচরণে মেজাজ হারিয়ে বসা মাহমুদউল্লাহ রিয়াদের আক্রোশ।

সাকিবের এমন ক্ষোভ, রিয়াদের এমন আগ্রাসী মনোভাব ওই রহস্যময় উইকেট ঘিরে। বছরের পর বছর যায় প্রেক্ষাপট বদলায় চিত্রনাট্যে হয় না পরিবর্তন। কি ঘরোয়া কি আন্তর্জাতিক ক্রিকেট। বাংলার উইকেট যেন শরতের আকাশ। যার চরিত্র বোঝার সাধ্য কার!

ঘরের মাঠে লঙ্কা-বাংলা টেস্ট সিরিজ শুরুর এখনো বাকি সপ্তাহ তিনেকের বেশি। তবুও আলোচনায় কেমন হবে ওই ২২ গজ। নিজ শক্তি স্পিন নাকি পেস ঝলক। কিসে থাকবে প্রাধান্য! যদিও নির্বাচকদের ইঙ্গিতে স্পষ্ট হয়নি কিছুই।

নির্বাচক প্যানেলের সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন  বলেন, যখন সিরিজ শুরু হবে তখন হয়তো আমরা ডিসাইড করব কিন্তু এই মুহূর্তে আমরা দুই দিকেই অপশন খোলা রেখেছি। কারণ আমাদের ফাস্ট বোলাররা ভালো করায় আমাদের একটা অপশন বেড়ে গেছে।’

উপমহাদেশের দল বলে লঙ্কানদের স্পিনে ঘায়েলের কৌশল হতে পারে বুমেরাং। তাইতো স্পোর্টিং উইকেটের পরামর্শ এল বিশ্লেষকদের কাছ থেকে। পরামর্শ মিললো পেসারবান্ধব উইকেট তৈরির।

বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল মত দিলেন স্পোর্টিং উইকেটের পক্ষে –

‘আমরা স্পিনের দিকে না গিয়ে, কারণ শ্রীলঙ্কার তো ভালো স্পিনার আছে, তাই স্পোর্টিং উইকেট তৈরি করা উচিত। যেখানে পেসাররা সুবিধা পাবে। শেষদিকে গিয়ে স্পিনাররাও কিছু সুবিধা পাবে। উইকেটে রানও থাকবে।’

ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম মত দিলেন পেসারদের ওপর আরেকটু ভরসা করে পেসবান্ধব উইকেট তৈরির-

‘আমরা কিন্তু এবার সাউথ আফ্রিকায় খেলতে গিয়ে বুঝতে পেরেছি আমাদের স্পিনের চেয়ে তাদের স্পিন আরও বেশি রিচ। ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরেছি, আফগানিস্তানের কাছে হেরেছি, তাদের স্পিনের কাছে আমরা হেরেছি। উইকেট তৈরির ক্ষেত্রে আমরা আর একটু বোল্ড হতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের পেস বোলারদের আরেকটু জায়গা দিতে পারি কারণ আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো বল করেছে রিসেন্টলি।’

দেশের ক্রিকেট যেমন এগিয়েছে সেই সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বেড়েছে উইকেটে নিয়ে বিতর্ক। অনেকে কিছু বদলালেও মিরপুরে পিচ কিউরেটর গামিনি বদলায়নি এখনো। ক্রিকেটের স্বার্থেই দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির সমাধান হওয়া জরুরি বলেও মত বিশ্লেষকদের।

খন্দকার জামিল বলেন, ‘গ্রাউন্ডস কমিটির দায়িত্বে যে আছেন, ওনার কিন্তু কিউরেটরদের নিয়ে বসা উচিত। মিরপুরে আটটা-নয়টা উইকেট আছে, একেকটা উইকেটের চরিত্র একেক রকম করলে অসুবিধাটা কী! কোনটা ফাস্ট বোলিংবান্ধব করব, কোনটা স্পিননির্ভর করব। বারবার কেন একই রকম উইকেটে খেলা হচ্ছে, প্লেয়াররা এই ব্যাপারে বারবার কমপ্লেইন করছে!’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কান টেস্ট দল। প্রথম টেস্ট চট্টগ্রামে, দ্বিতীয় ম্যাচ মিরপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *