রেলওয়ের রানিং স্টাফেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বুধবার রানিং স্টাফদের পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর কাজে ফেরার কথা জানানা চালক-কর্মীরা
বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারাদেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারাদেশের অন্যান্য স্টেশন থেকে ট্রেন চলা বন্ধ হয়ে যায়। হঠাৎ ধর্মঘটে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।