যে দাবি মানবেন না বলে জানিয়েছেন জেলেনস্কি

আন্তর্জাতিক

মে ৫, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে তিনি এমন কোনো দাবি মানবেন বা চুক্তি করবেন না, যার মাধ্যমে বর্তমানে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে রাশিয়ার সেনারা থেকে যাবে৷

ভিডিও কলের মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালের সিইইউ কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে এমন কথা জানান জেলেনস্কি৷

ইউক্রেনীয় প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে ‘কূটনৈতিক জলাভুমিতে’ টেনে নেওয়া হচ্ছে৷

ইউক্রেনের বিচ্ছন্নতাবাদী অঞ্চলগুলোর বিষয়টিকে সামনে এনে এ মন্তব্য করেন জেলেনস্কি।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আমি যখন প্রেসিডেন্ট হই তখন মিনস্ক-১ মিনস্ক-২ চুক্তি ছিল। এখানে অনেক চুক্তি ছিল যেগুলো ভঙ্গ করা হয়েছে। আমি বলতে পারি সেগুলো গুরুত্বপূর্ণ ছিল না।

তিনি বলেন, কাগজে কলমে পরিকল্পনা ছিল৷ এটি ছিল একটি হিমায়িত দ্বন্দ্ব। আমি এটির বিরুদ্ধে। আমরা অবশ্যই এমন কোনো চুক্তি করব না।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *