মুম্বাই কি পারবে প্লে-অফে উঠতে?

খেলা

এপ্রিল ২৫, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত ১৪ আসরের ইতিহাসে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স।

রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি আইপিএলের চলতি আসরে টানা সাত ম্যাচে হেরে প্লে-অফে উঠার রাস্তা কঠিন করে ফেলেছে।

চলতি আসরের প্লে-অফে মুম্বাইয়ের উঠার সম্ভাবনা ক্ষীণ। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন মাত্র ১৮ শতাংশ সম্ভাবনা রয়েছে মুম্বাইয়ের।  তবে সেই অঙ্ক মারাত্মক জটিল।

গ্রুপপর্বে নিজেদের শেষ সাত ম্যাচেই মুম্বাইয়ের জন্য অঘোষিত ফাইনালের মতো। শেষ সাত ম্যাচে জয়ের পাশাপাশি প্লে-অফে খেলতে হলে অন্যদের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত-বুমরাহদের।

এই কঠিন সমীকরণের কারণে বলাই যায়, কোনো ধরনের অঘটন না ঘটলে মুম্বাইয়ের কার্যত বিদায় নিশ্চিত! দলের ব্যাটিং ব্যর্থতাই এর জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *