গত মাসে রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন রাশিয়ার অন্তত ৪০টি যুদ্ধবিমান ভূপাতিত করা ‘ঘোস্ট অব কিয়েভ’ বা ‘কিয়েভের ভূত’ খ্যাত ইউক্রেনীয় বিমান বাহিনীর এক পাইলট। যার আসল নাম স্টেপান তারাবালকা।
শনিবার (৩০ এপ্রিল) টাইমস অব লন্ডনের প্রতিবেদনের বরাতে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
টাইমস অব লন্ডন জানায়, গত ১৩ মার্চ মিগ-২৯ যুদ্ধবিমান নিয়ে শত্রুর মোকাবিলা করছিলেন স্টেপান। কিন্তু বিপুল সংখ্যক রুশ সেনার বিরুদ্ধে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানেন তিনি। রাশিয়ার সেনাবাহিনীর ছোড়া গোলার আঘাতে ভূপাতিত হয় স্টেপান তারাবালকার যুদ্ধবিমান। নিহত হন ‘কিয়েভের ভূত’।
সাহসিকতার জন্য স্টেপানকে দেওয়া হয়েছে ইউক্রেনের সর্বোচ্চ মরণোত্তর পদক ‘অর্ডার অব দ্য গোল্ডেন স্টার’। ইউক্রেনের বীর খেতাবও পেয়েছেন তিনি।
এদিকে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক দিনেই দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী।
এ ছাড়াও শনিবারের (৩০ এপ্রিল) ওই হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি কমান্ড পোস্ট এবং রকেট ও আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদাম ধ্বংস করার কথা জানিয়েছে রুশ সেনারা। খবর আলজাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অনলাইন পোস্টে বলা হয়, রুশ বিমান বাহিনীর হামলায় ইউক্রেনের দুই শতাধিক সেনা সদস্য নিহত হওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত ২৩টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
অন্যদিকে রাশিয়ার ব্রিয়ানসক অঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নর আলেকসান্দার বোগোমাজ এ অভিযোগ করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনের সঙ্গে রুশ সীমান্ত অঞ্চলের একটি তেল শোধনাগারে দুটি গোলা আঘাত হানে। তবে ইউক্রেনের যুদ্ধবিমানকে প্রতিহত করে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট।
রুশ সংবাদমাধ্যম আরটির জানায়, ইউক্রেনের বিমান রাশিয়ার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল। রাশিয়ার প্রতিরোধের মুখেও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সামরিক বিমান। বিস্ফোরণের কারণে তেল শোধনাগারের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।