ফারুকীকে নিয়ে যা বললেন নওয়াজুদ্দিন

বিনোদন স্পেশাল

মে ৩, ২০২২ ৮:৫৬ পূর্বাহ্ণ

নওয়াজুদ্দিন সিদ্দিকী মানে ছক ভাঙা সিনেমা। বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন শক্তিশালী অভিনেতা হিসেবে। বিগ বাজেটের মসলাদার সিনেমাতে নওয়াজকে যেমন দেখা গেছে, তেমনি ‘মান্টো’, ‘সিরিয়াস ম্যান’-এর মতো গম্ভীর সিনেমাতে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

ভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে নওয়াজ বলেছিলেন, তার পছন্দ প্রতিনিয়ত বদলাতে থাকে। মধ্যে শুধু রোমান্টিক সিনেমা করার ভূত চেপেছিল। তবে এখন ভূত আর নেই মাথায়। মানুষের মনন আমাকে আকর্ষণ করে। এক মায়ের চার সন্তান। আর তাদের দেখতে-শুনতে এক রকম হলেও চিন্তাভাবনা আলাদা হয়।

নওয়াজুদ্দিন সিদ্দিকী দেশের স্বনামধন্য পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, এ সিনেমার পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আমার ভালো বন্ধু। সিনেমাটা দেখলে আপনার মনে হবে না যে এটা কম বাজেটের সিনেমা। কম বাজেটে একটা সিনেমা কত সুন্দরভাবে নির্মাণ করা যায়, সিনেমাটা দেখলে বুঝবেন। নিউইয়র্কে আমরা সুন্দরভাবে শুটিং করেছিলাম।