নাসিরনগরে ঘনঘন লোডসেডিংয়ে অতিষ্ট জনজীবণ

দেশজুড়ে

এপ্রিল ১৭, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

চলছে পবিত্র রমজান মাস। অপর দিকে তীব্র তাপদাহ। তাপমাত্রা কখনো ৩৫ আবার ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এই তীব্র গরমে ঘনঘন লোডসেডিংয়ে জনজীবণ অতিষ্ট হয়ে পড়ছে। লোডসেডিংয়ের কারনে আর গরম সহ্য করতে না পেরে গভীর শিশু ও বৃদ্ধরা ঘুমভেঙ্গে হাসফাঁস করে উঠছে। প্রচন্ড গরমে অনেকেই আবার নানা রোগে আক্রান্ত হতে শুরু করেছে।
নাসিরনগর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষনা করা হয়েছে আরো আগেই।উপজেলার গোয়ালনগরের কয়েকজন বাসিন্দা জানায়, তাদের এলাকায় প্রতিদিন গড়ে ৫ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকেনা। তাছাড়াও চাতলপাড়,ভলাকুট,কুন্ডা,গোর্কণ,পূর্বভাগ,হরিপুর,চাপড়তলা,ধরমন্ডল, ফান্দাউক বুড়িশ্বরের অবস্থাও সমপর্যায়ে রয়েছে।নাসিরনগর সদরের পাশের ইউনিয়ন হলেও বুড়িশ্বরেও বিরাজ করছে বিদ্যুতের একই অবস্থা।এ বিষয়ে জানতে নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার সোহাম জানায় আমরা যতটুকু সরবরাহ পাচ্ছি ততটুকুই দিচ্ছি। তবে তিনি বলেন,অন্যান্য জায়গার তুলনা নাসিরনগরে বিদ্যুৎ মোটামোটি ভালই থাকে।তিনি আরো বলেন আমাদের চাহিদার তুলনা সরবরাহ কম হওয়া এমনটা হচ্ছে।তিনি বলেন লোডসেডিং না দিলে যে কোন সময় ট্রান্সফরমার ব্রাষ্ট হয়ে বড় ধরনের দু্র্ঘটনা দেখা দিতে পারে।তাই দুর্ঘটনা এড়াতেই লোডসেডিং দিতে হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।তাছাড়াও তিনি বর্তমান সময়ে ধৈর্য্যের সঙ্গে বিদ্যুৎ সমস্যা মোকাবেলা ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে সকলের প্রতি আহবান জানান।তবে এ সমস্যা বেশীদিন থাকবেনা বলেও আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *