ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন যিনি। বিশেষ করে নারীদের নিয়ে বিভিন্ন সময় জায়েদের মন্তব্য হয়েছে সংবাদ শিরোনামের কারণ।
তবে এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখের মুখেও শোনা গেল জায়েদ বন্দনা। সম্প্রতি এই নায়কের সঙ্গে একটি ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) কাজ করেছেন তিনি। যার সুবাদেই জায়েদকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন এই তারকা।
শখ বললেন, ‘জায়েদ ভাইয়ের সঙ্গে এই প্রথম একটি ওভিসিতে কাজ করেছি। এটি আমার প্রথম ওভিসি। খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। একজন ভালো মানুষ, সুন্দর নায়ক; যিনি আসলে পুরো জাতির ক্রাশ। ভাইয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুবই ভালো লেগেছে।
জায়েদ-শখের ওভিসিটি নির্মিত হয়েছে একটি টিভি ব্র্যান্ডের জন্য। যেটা ইতোমধ্যে প্রকাশ্যেও এসেছে।
এসময় অভিনয়ে নিজের বিরতি ও ফেরা প্রসঙ্গে শখ বলেন, ‘ব্যক্তিগত কারণে মাঝে বিরতিতে ছিলাম। সন্তানকে সময় দিয়েছি। ও এখন একটু বড় হয়েছে। তাই আবারও নিয়মিত কাজ করছি। সম্প্রতি একটি ওয়েব ফিল্মে কাজ করেছি। এছাড়া ভ্যালেন্টাইন আর ঈদের নাটকের কাজ চলছে।