সব ধরণের প্রস্ততি শেষ শুক্রবার সাতক্ষীরার নলতায় শুরু হচ্ছে ৬০তম বার্ষিক ওরছ শরিফ

দেশজুড়ে

ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ৬০তম বার্ষিক ওরছ শরিফ। ওরছ শরিফ উপলক্ষে ইতোমধ্যে নেয়া হয়েছে সব ধরণের প্রস্ততি। সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাউছে জামান আরেফ বিল্লাহ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ (রহ.) এর ৬০তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে নলতা শরীফে আগামী ৯, ১০ ও ১১ ফেব্রæয়ারি শুক্রবার, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে। এই মহান পবিত্র ওরছ শরীফ উপলক্ষে সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে পবিত্র রওজা শরীফকে। বিস্তীর্ণ সামিয়ানা, গেট, প্যান্ডেল, আলোর বিস্তারে অকল্পনীয়ভাবে ঝলমল করছে নলতা শরীফ। রওজা শরীফ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের লাইট ফ্ল্যাশ ও বিভিন্ন ফুল ও গাছে সুসজ্জিত হয়ে সুগন্ধ ছড়ায় নলতা শরীফের সুবাসিত পরিবেশ। স্থানীয়রা জানান, ওরছ শরীফ শুরুর একদিন আগে থেকেই নলতা শরীফ দেশ-বিদেশের লাখো ভক্ত ও দর্শনার্থীদের দ্বারা রোমাঞ্চিত ও উজ্জীবিত হবে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় এক লাখ পীর কেবলার ভক্ত এসেছেন। নলতা কেন্দ্রীয় মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপির দিকনির্দেশনায় মিশন কর্মকর্তাদের তত্ত¡াবধানে পবিত্র ওরছ শরীফে আগত সকল মেহমানদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওরছ শরীফ সফল করতে প্রতি বছরের ন্যায় এবারও প্রশাসনের পক্ষ থেকে নলতা শরীফে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসলমানদের জন্য ওযু, গোসল, পানীয় ও পয়ঃনিষ্কাশনের পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও হোটেল-রেস্তোরাঁ, মনোহরীসহ বিভিন্ন ধরনের দোকানপাট চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউট, স্কাউটস, স্বেচ্ছাসেবক, পার্কিংয়ের সুব্যবস্থা, হৃদয়গ্রাহী, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রচার বিভাগ, মিলাদ শরীফের স্টল, কক্ষ বরাদ্দ, রান্নাঘরসহ বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি চলছে। নলতা সেন্ট্রাল আহ্ছানিয়া মিশন আয়োজিত তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে শায়খ মুহাম্মদ সাইফুল আজম আল-আজহারী (খতিব ও পরিচালক, নর্থ ব্রোকার্স ইসলামিক সেন্টার, নেওয়ার্ক) মহানবী (সা.) ও আউলিয়া-আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা করবেন। ওরছ শরীফে কুরআন হাদীসের আলোকে। মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান গণি সালেহী (প্রধান মুফতি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও খতিব শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা), আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শায়খ মুহাম্মদ উসমান গণি (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা মিশন)। এবং আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু সাঈদ (খতীব, নলতা শরীফ শাহী জামে মসজিদ)। দ্বিতীয় দিন আলোচনা করবেন অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর কফিলুদ্দীন সরকার ছালেহী নেছারিয়া কামেল মাদ্রাসা, ঢাকা ও গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ), আলহাজ্ব হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া), আলহাজ্ব হাফেজ মো. মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী (সাবেক ইমাম, পোলায়া পেনাং, মালয়েশিয়া, খতিব আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা) ও আলহাজ্ব প্রফেসর হযরত মাওলানা হাফিজুর রহমান (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা) এবং তৃতীয় দিন পবিত্র উরস শরীফ উপলক্ষে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ কলেমাখানি, মিলাদ শরীফ, ছদর পেশ, ছাওয়াবা রেশানি আলোচনা সভা ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *