জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ
প্রিয় কাপড়গুলোকে আমরা সবাই দীর্ঘদিন নতুনের মতো রাখতে চাই যাতে অনেক দিন পড়তে পারি, সহজে নষ্ট না হয়। কিন্তু সঠিকভাবে যত্ন না নেয়ার কারণে সহজেই প্রিয় কাপড়গুলো পুরোনো হয়ে নষ্ট হয়ে যায়।
তবে কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজেই আমাদের কাপড়গুলোকে নতুনের মতো করে রাখতে পারি।
জেনে নেই জামাকাপড় দীর্ঘদিন নতুনের মতো রাখার কিছু উপায়:
জামাকাপড়ের দাগ যেন শুকিয়ে যেতে দেবেন না: কাপড়ে লাগা দাগ কখনো শুকিয়ে যেতে দিবেন না। শুকিয়ে গেলে সহজে দাগ তোলা যায় না। তাই দাগ লাগার সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলতে হবে।
পোশাক বেশি বার ধোবেন না: পোশাক বেশিবার ধোয়া উচিৎ না। কেননা এতে পোশাকের রং নষ্ট হয়ে যায়। কাপড় কাচার সাবানে অনেক ক্ষার থাকে যা পোশাকের রং নষ্ট করে।
পোশাকের ভিতর দিক উল্টো করে ধোয়া: পোশাক ধোয়ার সময় সেটি উল্টো করে ধোয়া উচিৎ। এতে পোশাকের রং ঠিক থাকে। পোশাকের সামনের দিকে কোনো ফেব্রিকের নকশা থাকলে এই পদ্ধতি অবলম্বন করে ধুতে হবে।
সব রঙের পোশাক একসঙ্গে ধুবেন না: কোনো অবস্থাতেই রঙ্গিন আর সাদা রংয়ের জামা একসঙ্গে ধুবেন না। এতে রঙ্গিন পোশাকের রং উঠে সাদা পোশাক নষ্ট হয়ে যেতে পারে।
কাপড় বেশি ইস্ত্রি না করা: কাপড় বেশি ইস্ত্রি না করাই ভালো। বেশি তাপমাত্রায় পোশাক ইস্ত্রি করলে পোমাকের ফাইবার নষ্ট হয়ে যেতে পারে। পোশাকের সেলাইও পুড়ে যেতে পারে।