করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বুধবার তার শরীরে এ কোভিড-১৯ শনাক্ত হয়।
রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও এ নিয়ে বিবৃতি দিয়েছে।
তারা লিখেছে, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে হালকা উপসর্গ দেখা দিয়েছে।’
বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনের সুরক্ষার বিষয়টি নিয়েও বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘তিনি তার নিজের কার্যালয়ে ফিরে আসতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্ব ও ভ্রমণ পুনরায় শুরু করতে উন্মুখ হয়ে রয়েছেন।’