এগুলো সন্ত্রাসী কর্মসূচি ছাড়া অন্য কিছু নয়:তথ্যমন্ত্রী

এগুলো সন্ত্রাসী কর্মসূচি ছাড়া অন্য কিছু নয়:তথ্যমন্ত্রী

রাজনীতি

ডিসেম্বর ৭, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ‘হরতাল-অবরোধের নামে এই চোরাগোপ্তা হামলা, পেট্রলবোমা নিক্ষেপ, বাসের ড্রাইভার হত্যা করা, জীবন্ত মানুষকে পুড়িয়ে অঙ্গার করা, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ বা কর্মসূচি হতে পারে না। এগুলো সন্ত্রাসী কর্মসূচি ছাড়া অন্য কিছু নয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন সংবাদ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

‘বিএনপির সমাবেশের নামে ২৮ অক্টোবর যে বর্বরতায় পুলিশ হত্যা করা হয়েছে, সাংবাদিকদের পেটানো হয়েছে, তা অতি জঘন্য ও চরম অমানবিক। গণমাধ্যমের সবাই এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, যাতে ওরা আর এই কাজ করতে না পারে। আমি সমস্ত গণমাধ্যমকে অনুরোধ জানাব এদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য।

অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আশা করব, বাংলাদেশে যারা পেট্রলবোমা নিক্ষেপ করছে এবং যারা নির্বাচনকে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও তারা ভিসা নিষেধাজ্ঞা দেবে।