ইংল্যান্ডের হোয়াইটওয়াশে কপালে চিন্তার ভাঁজ আইরিশদের

ইংল্যান্ডের হোয়াইটওয়াশে কপালে চিন্তার ভাঁজ আইরিশদের

খেলা

মার্চ ১৭, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের সঙ্গে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আসন্ন সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হতে দেখে আয়ারল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানোটা সহজ নয় বলে মনে করে আয়ারল্যান্ড। বৃহস্পতিবার সিলেটে আয়ারল্যান্ডের বাঁহাতি স্পিনার জর্জ ডকরেল বলেন, সম্প্রতি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। আমরা জানি, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে।

অপর ক্রিকেটার হ্যারি ট্যাক্টর বাংলাদেশের স্পিন আক্রমণ চ্যালেঞ্জিং জানিয়ে বলেন, ওদের স্পিনাররা খুবই ভালো করছে। ব্যাটসম্যানরাও ছন্দে আছে। তবে স্পিন আক্রমণকেই সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে আমাদের। সাকিব তো আছেই, নাসুম অথবা মেহেদী, যেই খেলুক, আমাদের জন্য সেটা চ্যালেঞ্জ হবে।

ট্যাক্টর আরো বলেন, যদি সবাই মিলে ভালো খেলি, তাহলে আমাদের জয়ের দারুণ সুযোগ আছে। তবে বাংলাদেশের কন্ডিশনে খুব ভালো খেলতে হবে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *