এবার আইপিএলে আম্পায়ারিং নিয়ে বিতর্ক

খেলা স্লাইড

এপ্রিল ১২, ২০২২ ১১:০৫ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো এবার ভারতে চলমান আইপিএলেও আম্পায়ারিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এমনিতেই চলতি আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একই ওভারে আম্পায়ারের তিনটি ভুল সিদ্ধান্তের পর সেই বিতর্কের আগুনে ঘি পড়ল বলা যায়।

আইপিএলে কলকাতা ও দিল্লির ম্যাচে পরপর তিন বলে আউট হয়ে বেঁচে যান আজিঙ্কা রাহানে। দুবার রিভিউ নিয়ে জীবন পান, একবার আম্পায়ারের বদান্যতায়। দিল্লির বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বল আজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে। দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে আউট দেন আম্পায়ার জয়রমন। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে।

তার পরের বলটিই ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে আঘাত হানে। আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারো রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ইনিংসের প্রথম ওভারের সিদ্ধান্ত বদলানোর কারণে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের ওপর।

সেই চাপের কারণেই একই ওভারে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মোস্তাফিজের বল রাহানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। তবে দিল্লির কোনো ক্রিকেটার আউটের আবেদন করেননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান রাহানে।

আম্পায়ারিং নিয়ে যখন বিতর্ক চলছে বিভিন্ন দেশে, তখন আইপিএলের মতো টুর্নামেন্টে আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্তে আবারো প্রশ্ন উঠেছে তাদের মান নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *