হোয়াটসঅ্যাপে ‘নীল’ ভেরিফিকেশন চেকমার্ক চালু

বিজ্ঞান ও প্রযুক্তি

অক্টোবর ২, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ

ভেরিফাইড চ্যানেল ও বিজনেসের জন্য নীল ভেরিফিকেশন চেকমার্ক চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তবে এর জন্য প্রতিমাসেই খরচ করতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ।

সংবাদমাধ্যম অ্যানড্রয়েড পুলিশ জানায়, অনলাইনে ব্যবসাকে আরও প্রসারিত করতে ব্যবহারকারীদের প্রতিষ্ঠানটি বিজনেস অথেনটিকেশন, ইমপারসনেশন প্রোটেকশন, অ্যাকাউন্ট সাপোর্ট এবং ফিচার সাপোর্ট দিচ্ছে।

বিজনেস অ্যাকাউন্টগুলোর জন্য প্রতি মাসে এর খরচ পড়বে প্রাথমিক পর্যায়ে ২২ ডলার করে। এদিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এটি উন্মুক্ত হবে। অপরদিকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের জন্য ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানায় ডব্লিউএবেটাইনফো।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বেটা ২.২৩.২০.১৮ সংস্করণে চ্যানেলগুলোতে নীল চেকমার্ক দেওয়া শুরু হয়েছে। ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্টগুলোও এটাতে আপডেট হয়ে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ডিজিটাল সমাজের প্রয়োজনে বিজনেস মার্কেটিংয়ে বিনিয়োগ করছে মেটা বলে মন্তব্য করে অ্যানড্রয়েড পুলিশ। সাম্প্রতিক এসব ফিচার ছাড়াও ডিজাইনে বড় রকমের পরিবর্তন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *