দক্ষিণের সীমান্তে আরও সেনা মোতায়েনের হুমকি উত্তরের

দক্ষিণের সীমান্তে আরও সেনা মোতায়েনের হুমকি উত্তরের

আন্তর্জাতিক

নভেম্বর ২৪, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ

দক্ষিণের সীমান্তে আরও সেনা মোতায়েনের হুমকি দিল উত্তর কোরিয়া। দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদারেরও ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। পাশাপাশি সেনাদের দেওয়া হচ্ছে বাড়তি সামরিক সরঞ্জাম।

উত্তরের সঙ্গে সামরিক চুক্তি স্থগিতের ঘোষণার পরপরই দক্ষিণকে এ হুঁশিয়ারি দেয় দেশটি। পিয়ংইয়ংয়ের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনাটিকে ভালোভাবে নেয়নি সিউল। স্যাটেলাইটকাণ্ডের পরদিনই উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার সিউলের এমন সিদ্ধান্তে উত্তর কোরিয়াও জানিয়ে দেয়, তারাও এ চুক্তিতে সামনে এগোবে না। ফলে ২০১৮ সালে দুই কোরিয়ার স্বাক্ষরিত চুক্তি এখন বাতিলের পথে। রয়টার্স।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ কোরিয়াকে তাদের দায়িত্বজ্ঞানহীন এবং গুরুতর রাজনৈতিক ও সামরিক উসকানির মূল্য দিতে হবে। এসব উসকানি বর্তমান পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিত পর্যায়ে ঠেলে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঐতিহাসিক বৈঠকে বসেন। এ সময় তারা কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আনতে এবং দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে একমত হন। স্বাক্ষর করেন ‘কম্প্রিহেনসিভ মিলিটারি অ্যাগ্রিমেন্ট’ নামে একটি সামরিক চুক্তিতে।

তবে মঙ্গলবার (২১ নভেম্বর) মালিগ্যিয়ুং-১ নামে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ছোমিলা-১’ নামে একটি রকেটের সাহায্যে সেটি কক্ষপথে পাঠানো হয়। উত্তর কোরিয়র রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকারের আলোকে এ ধরনের নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা সঠিক।’ এর পরই চুক্তি স্থগিতের পালটা পদক্ষেপ নেয় পিয়ংইয়ং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *