অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ: রনি

অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ: রনি

বিনোদন

অক্টোবর ৩১, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ

এক মাস চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এখন তিনি অনেকটাই সুস্থ।

গত শনিবার (২৯ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা পোস্ট করেছেন রনি। ক্যাপশনে লিখেছেন, ‘অগ্নিপরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ।’

ভিডিওবার্তায় রনি বলেন, আমার যখন জ্ঞান ফিরলো, আইসিইউ থেকে বের হলাম, পরিবারের লোকজন আমাকে দেখাচ্ছিল কে কী লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন, তারা কে কী বলেছেন সেগুলোও দেখাচ্ছিল। মানুষের এই কথা ও লেখাগুলো আমার ব্যথাটা অনেকটাই কমিয়ে দিয়েছিল। সবাই আমার জন্য দোয়া করেছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

তিনি যোগ বলেন, পুড়ে যাওয়া সময়ে প্রাপ্তিও কম না। এ সময়ে আমি বুকের গভীর থেকে উপলব্ধি করেছি, আপনারা আমাকে কতটা ভালোবাসেন।

রনি বলেন, প্রথমেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপর আমি ধন্যবাদ দিতে চাই চিকিৎসকদের। তারা সার্বক্ষণিক আমার যত্ন নিয়েছেন। এ ছাড়াও অনেকেই আমাকে দেখতে এসেছেন। যারা হাসপাতালে ঢুকতে না পেরে ফিরে গেছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। কোনো একদিন হয়তো দেখা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই কাজে ফিরব এবং আপনাদের হাসিখুশি রাখতে কাজ করে যাব।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ হওয়া অন্য ব্যক্তিরা হলেন জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *