মাগুরায় ডাক্তার দম্পতির ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু

স্বাস্থ্য

এপ্রিল ৮, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ

শাহিন খন্দকার মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের হাজী আব্দুল হামিদ সড়কের লাইফ কেয়ার নামের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে শায়লা রহমান সেতু (২৫) নামে একজন প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকার অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজের মেয়ে এবং জাহাঙ্গীনগর বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। তার শ্বশুর বাড়ি কুমিল্লায়। স্বামী আহাম্মদ রায়হান একজন প্রকৌশলী।

নিহত শায়লা রহমানের বাবা অ্যাডভোকেট মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তার মেয়ে শায়লাকে তিনি বৃহস্পতিবার রাতে লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেন। ওই রাতে সাড়ে দশটায় ডাক্তার জাফরিন আকতার মেয়ের শরীরে অস্ত্রপচার চালান।

শায়লা রহমান একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু সন্তান জন্মের পর থেকেই শায়লা রহমানের শরীরে নানা জটিলতা দেখা দেয়। পাশাপাশি চিৎকার করে ঘন ঘন জ্ঞান হারাতে থাকেন।

অপারেশনের পর রক্ত বন্ধ না হওয়ায় রাত তিনটায় ডাক্তার জাফরিন আক্তারের স্বামী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি কলসালটেন্ট ডাক্তার শফিউর রহমানকে জানালে তিনি এসে পুনরায় সেতুকে অপারেশন করেন।এরপরেও রোগীর অবস্থার উন্নতি না হলে ০৫ এপ্রিল সকাল ছয়টায় তড়িঘড়ি করে লাইফ কেয়ার ক্লিনিক থেকে সদর হাসপাতালে রোগীকে হস্তান্তর করেন। সদর হাসপাতালে অন্যান্য ডাক্তারের সহায়তায় পুনরায় সেতুকে আবার সার্জারি করা হয় এবং দীর্ঘ ৫ ঘন্টা অপারেশন থিয়েটার মধ্যে রাখা হয়। সেখানে রোগীর অবস্থা আরো অবনতি হলে এবং এক পর্যায়ে শরীরে অক্সিজেন সংকট দেখা দিলে ডাক্তার শফিউর রহমান তাকে দ্রুত ঢাকা পপুলার হাসপাতালে ভ্যান্টিলেশনে নেবার পরামর্শ দেন। সে অনুযায়ী শায়লা রহমানকে আশংকাজনক অবস্থায় ঢাকা ধানমন্ডী পপুলার হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার সেতুকে পরীক্ষার নীরিক্ষা করে আইসিইউ ওয়ার্ডে ভর্তি করেন।ওই রাতেই সেতুর মৃত্যু হয় ।

অস্ত্রপচারের পরবর্তী সময়ে শায়লা রহমানের অতিরিক্ত রক্তক্ষরণ হবার কারণে সাত ব্যাগ ও+ রক্ত দিতে হয়।

শায়লা রহমান সেতুর বাবা অ্যাভোকেট মিজানুর রহমান বলেন,ঢাকা পপুলার হসপিটালের ডাক্তার এই মৃত্যুর জন্য ভুল অপারেশনকে দায়ী করেছেন। অপারেশনের সময় আমার মেয়ের প্রস্রাবের নাড়ী কেটে ফেলা হয়েছে এবং ফুসফুস ছিড়ে ফেলা হয়েছে।ভুল অস্ত্রপচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে শায়লা রহমানে মৃত্যু হয়েছে বলে দাবি তার। তিনি এ ব্যাপারে চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার শফিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এটি প্রসব পরবর্তী রক্তক্ষরণজনিত (পিপিএইচ-পোস্ট পার্টাম হেমারেজ) মৃত্যু বলে দাবী করেন।

মাগুরা জেলা সিভিল সার্জন শামীম কবির বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *