এক জাহাজ পেট্রল কেনার টাকাও নেই শ্রীলংকার

শ্রীলংকার অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। জ্বালানি আমদানি করার মতো কোনো অর্থই এই মুহূর্তে দেশটির নেই। এমনকি এক জাহাজ পেট্রল আমদানির সামর্থ্যও নেই দ্বীপ রাষ্ট্রটির। ফলে শ্রীলংকার নাগরিকদের পেট্রলের জন্য লাইনে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। খবর এনডিটিভির। দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বুধবার সংসদে বলেন, আমাদের জলসীমায় একটি পেট্রল জাহাজ রয়েছে। তবে আমাদের হাতে আর কোনো […]

বিস্তারিত