শ্রীবরদীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানের মৃত্যু, আটক-৩

শ্রীবরদীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসানের মৃত্যু, আটক-৩

দেশজুড়ে

ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

মো: ছামিউল আলম (সোহান), শেরপুর

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুল চড়া গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী বিপ্লব হাসান (১৮) র্পাশবর্তী বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, আরিফ (২০), মুখলেছ (৩০), ডিপটি ও মনির (৩৪)।

পুলিশ, পরিবারে সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হাসান দহেরপাড় গ্রামে তাঁর নানা আব্দুল মজিদ (৭০) এর বাড়িতে বসবাস করতো। সে স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থী ছিলো। শনিবার রাতে ওয়াজ মাহফিলে যায়। এসময় শিমুল চড়া গ্রামের কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয। এরই জের ধরে ১৫-২০ জনের একটি দল বিপ্লব হাসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত হয়। এসময় বিপ্লব দৌড়ে গিয়ে স্থানীয় এক বাড়িতে উঠে। পরে বাড়ির লোকজন তাকে রক্ষা করতে গেলে ঐ যুবকরা তাদেরকেও মারধর করে। একপর্যায়ে তাঁরা চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে যাওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানায়্‌ একটি মামলা হয়েছে ও তাৎক্ষনিক ৪ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *