শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র আয়োজনে সংবর্ধনা

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে সংবর্ধনা

দেশজুড়ে

মার্চ ৯, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

মো: ছামিউল আলম সোহান

শেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এবং শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ এ.ডি.এম শহিদুল ইসলাম মহোদয়দ্বয়ের এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শেরপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া, প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নরেশ চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের সদস্যবৃন্দ, শেরপুরের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শেরপুরের সর্বস্তরের জনসাধারণ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত সঙ্গীত শিল্পী আকাশ সেন, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও তোফা, শেরপুরের আঞ্চলিক ব্রান্ড দি নিউট্রাল