পুষ্পধারা প্রপার্টিজ’র ল্যান্ড ম্যানেজার জসিম উদ্দিন আর নেই

পুষ্পধারা প্রপার্টিজ’র ল্যান্ড ম্যানেজার জসিম উদ্দিন আর নেই

দেশজুড়ে

অক্টোবর ১০, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এর ল্যান্ড ম্যানেজার জসিম উদ্দিন শান্ত আর নেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

জসিম উদ্দিন শান্ত গত কয়েকদিন ধরেই জীবন—মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। শনিবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এ অবস্থায় তিনি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রাজধানীর পান্থপথ শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। জসিম উদ্দিন শান্তর গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুমরী গ্রামে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, পুষ্পধারা প্রপার্টিজ এর ডিরেক্টর মার্কেটিং ও ভারপ্রাপ্ত এমডি মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)। তিনি বলেন, জসিম উদ্দিন শান্ত একজন দক্ষ নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে সবার কাছেই সমাদৃত ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।

পারিবারিক জীবনে জসিম উদ্দিন নিঃসন্তান ছিলেন উল্লেখ করে তার মামাতো ভাই পুষ্পধারা প্রপার্টিজ লি. এর মহাব্যবস্থাপক আবু বকর বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুরু থেকেই খারাপ অবস্থায় চলে গিয়েছেন তিনি। লাইফ সাপোর্টেও ছিলেন কয়েকদিন। কর্মজীবনে দেখেছি তিনি খুবই দক্ষ এবং আন্তরিক মানুষ ছিলেন। তার অভাব পূরণ হওয়ার নয়। স্ত্রীর জন্য একমাত্র অবলম্বন ছিলেন তিনি। বৃদ্ধা মা বেঁচে থেকেও যেন এখন সন্তানের মৃত্যুতে জীবন্ত লাশ হওয়ার মতো অবস্থা।

মঙ্গলবার রাত ২টায় রাজধানীর মুগদায় আঞ্জুমান মুফিদুল ইসলাম সেন্টারে জসিম উদ্দিনের প্রথম নামাজে জানাযা শেষে রাতেই তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। পরেরদিন সকালে দ্বিতীয় নামাজে জানাযা শেষে নিজ গ্রাম কুমরীতে বাবার কবরের পাশে শায়িত হন জসিম উদ্দিন।

মৃত্যুর সময় মা, স্ত্রী, সহকর্মী ও অসংখ্য আত্মীয়-স্বজন-শুভাকাঙ্খী রেখে গেছেন। মুগদায় অনুষ্ঠিত প্রথম জানাযায় জসিম উদ্দিনের শুভাকাঙ্খী, সহকর্মী, বন্ধুবান্ধব ও পুষ্পধারা প্রপার্টিজ লি. এর  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

জানাযার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে পুষ্পধারা প্রপার্টিজ লি. এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, জসিম উদ্দিন তার দায়িত্ব পালনে সব সময় সচেষ্ট ছিলেন। খুব জটিল বিষয়কেও দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারতেন। তার মৃত্যুতে সত্যিই একটা শূন্যতা তৈরি হয়েছে। আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছি।

পুষ্পধারার এমডি সৈয়দ আলীনূর ইসলাম বলেন, জসিম উদ্দিন শান্তর মতো একজন আন্তরিক মানুষকে হারিয়ে আমরা শোকাহত। এভাবে হঠাৎ করে তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি। আল্লাহ তাআলার কাছে তার মাগফেরাতের জন্য দোয়া করি। তিনি যেন তাকে জান্নাতবাসী করেন।

ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) মঈনউদ্দিন খান বলেন, একজন কর্মী তার কাজ দিয়েই তার আপন ক্ষেত্র তৈরি করে নেয়। জসিম উদ্দিন শান্ত কাজকে এতটাই ভালোবাসতেন আর এতটাই দক্ষ ছিলেন যে, তার সমকক্ষ বা কোম্পানীর ভূমি বিষয়ক ব্যাপারগুলো সমাধান করার মত দ্বিতীয় কোন কর্মকর্তা পুষ্পধারায় নেই।

পুষ্পধারা প্রপার্টিজ’র ল্যান্ড ম্যানেজার জসিম উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

ডিরেক্টর (অপারেশন) কামরুল আলম রীয়াজ বলেন, আমরা কেউই চিরস্থায়ী নই। তাই বলে এভাবে হঠাৎ করে চিরবিদায়, বিষয়টি মানতে খুবই কষ্ট হচ্ছে।

ডিরেক্টর (পারচেজ) হাসিবুল হক মামুন বলেন, আমরা তার কর্মময় জীবনকে মনে রাখবো। মানুষ তার আপন কর্ম দিয়ে মানুষের মনে স্থান করে নেয়। শান্ত’র স্থান আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।

পুষ্পধারার মতিঝিল কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী আব্দুল্লাহ আল মামুন শান্ত সম্পর্কে বলেন, এমন কাজপাগল মানুষ আর পাবো না। কাজের মাধ্যমে আপন করে নেয়া এই মানুষটিকে খুব মিস করবো।

এর আগে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) তার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পুষ্পধারা প্রপার্টিজ লি.। মালিবাগস্থ প্যারামাউন্ট টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থী এবং পুষ্পধারার অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *