খর্ণিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশজুড়ে

অক্টোবর ৩, ২০২৪ ১১:৪০ পূর্বাহ্ণ

মোক্তার হোসেন।।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মালেক সরদার।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন,শেখ শাহিনুর রহমান, রেজওয়ান হোসেন, ইউপি সদস্য আব্দুল হালিম সরদার, শেখ রবিউল ইসলাম,রানাই দাখিল মাদ্রাসা সুপার মোস্তফা কামালসহ ধর্মীয় নেতৃবৃন্দ ও ইউনিয়নের ১৬টি মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এ সভায় বক্তারা বলেন,বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ংসম্পূর্ন করাই লক্ষ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’। বিশেষ নিরাপত্তার স্বার্থে উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান নেতৃবৃন্দ। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ধর্মীয় ও রাজনৈতিক সমাজ সেবক নেতৃবৃন্দের। সভা শেষে খর্ণিয়ার শিংগা গ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সহায়তা পৌঁছে দেন প্রতিটি পরিবারের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *