বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিনিধি সম্মেলন সফলের প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিনিধি সম্মেলন সফলের প্রস্তুতি সভা

দেশজুড়ে

নভেম্বর ২৬, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন, নকলা (শেরপুর)।।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা সফল করতে শেরপুর জেলার নকলা উপজেলা ইউনিটের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব অফিসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা ইউনিটের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নকলা ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি এফ.এম রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এসময় নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা ইউনিটের অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শনিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম-এঁর স্বাক্ষরিত আমন্ত্রণপত্র মোতাবেক জানা গেছে, ওই সম্মেলন ও বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *