রামুর গর্জনিয়ায় বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী নূরানী ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন

রামুর গর্জনিয়ায় বেলতলি বাজার আদর্শ ইবতেদায়ী নূরানী ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন

দেশজুড়ে

মার্চ ২৫, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেলতলি বাজার আদর্শ এবতেদায়ী নূরানী ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বেলতলি বাজার আদর্শ এবতেদায়ী নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আলি আকবর আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন ও বক্তব্য রাখেন গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আইয়ুব। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ সুফি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাব সদস্য ও বেলতলি বাজার আদর্শ নূরানী মাদ্রাসার উপদেষ্টা সাংবাদিক এস এম হুমায়ুন কবির, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন মেম্বার, গর্জনিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি তৌহিদ সিকদার, ডিকপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি ফরোক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক প্রবীণ মুরব্বি ফজল করিম, বেলতলি বাজার আদর্শ নূরানী মাদ্রাসার সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বেলতলি বাজার আদর্শ নূরানী মাদ্রাসার সহসভাপতি বেদারুল আলম প্রমুখ।

বেলতলি বাজার আদর্শ নূরানী মাদ্রাসার পরিচালক ও বেলতলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক বিন ইসহাক এর পরিচালনায় অনুষ্ঠিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা আলি আকবর আনসারী বলেন, বৃহত্তর বেলতলি বাজার এলাকা তথা মাঝির কাটাবাসীর কচিকাঁচা সন্তানেরা বেলতলি বাজার আদর্শ নূরানী ক্যাডেট মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। প্রায় ২ শতাধিক শিক্ষার্থী প্লে শ্রেনি থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত ক্লাসে অধ্যয়নরত আছে। দিন দিন শিক্ষার্থী সংখ্যা বাড়ছে। যে হারে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে সে অনুপাতে শ্রেনি কক্ষ বা ভবন নেই।শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে তাই নতুন ভবন নির্মানের উদ্যোগ নিয়েছি।

মাওলানা আলি আকবর আনসারী আরো বলেন, নতুন ভবন নির্মাণ কাজ শুরু হলে ও নতুন ভবন সম্পন্ন করতে বিশাল অংকের অর্থের প্রয়োজন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মান সম্পন্ন করতে সরকারের সরকারের নীতিনির্ধারণী মহল, কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিত্তবান প্রবাসী ও বিভিন্ন স্হরের বিত্তশালীদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *