নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা করলেন মহিউদ্দিন মহারাজ

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা করলেন মহিউদ্দিন মহারাজ

দেশজুড়ে

অক্টোবর ৩, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

এস এম মফিদুল ইসলাম শাহিন।।

গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার ঢাকা-বরিশাল বাসস্ট্যান্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এরপর দুই দিনের ব্যবধানে স্বরুপকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডেও আগুন লেগে ৯টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ।

নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা করলেন মহিউদ্দিন মহারাজ
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা করলেন মহিউদ্দিন মহারাজ

এসময় তিনি পিরোজপুরের নেছারাবাদে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং স্বরুপকাঠী পৌরসভার ৪নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ পঁচিশ হাজার টাকা সর্বমোট ৩ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করেন।

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানকালে মহিউদ্দিন মহারাজের সাথে নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভা মেয়র গোলাম কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *